ডেস্ক রিপোর্ট
০১ নভেম্বর, ২০২৫, 11:22 PM
রোববার থেকে বাড়ছে স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল রোববার (২ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
শনিবার (১ নভেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে শনিবার পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরিতে ২ লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকায়।