ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স হ্যাটট্রিকে নায়ক নেইমার, অবনমন দুঃস্বপ্ন এড়ানোর স্বপ্নে সান্তোস ওমানকে ১৩–০ গোলে উড়িয়ে জুনিয়র বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশের ‘গাজায় অভিযান আরও শক্তিশালী হবে’—হামলার পর হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর ভারত থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি, বিএসএফ বলছে ‘স্বেচ্ছায় প্রত্যাবর্তন বাড়ছে’ ‘নির্বাচন ছাড়া বিকল্প নেই’- জাতীয় প্রেস ক্লাবে মান্না আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিএনপি, মোট তালিকা ২৭২ ঢাকায় আসছেন জুবাইদা রহমান, অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখে বললেন বোন উজমা—‘তিনি পুরোপুরি সুস্থ’

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নামে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  12:14 AM

news image

পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত হতে যাওয়া ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’–র নামে সম্মতিপত্র (LOI) দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৯ নভেম্বর) বিভিন্ন শর্ত সাপেক্ষে এই এলওআই ইস্যু করা হয়। প্রস্তাবিত ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে থাকছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

সরকার গত বুধবার বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন করে সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য। প্রাথমিক এলওআই’র ভিত্তিতে এখন ব্যাংকটিকে যৌথমূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) থেকে কোম্পানির নিবন্ধন নিতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত লাইসেন্স ইস্যু করবে।

প্রাথমিকভাবে এটি সরকারি মালিকানায় পরিচালিত হবে। পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম. সাইফুল্লাহ পান্না, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ।

জানা গেছে, চূড়ান্ত অনুমোদনের সময় পরিচালনা পর্ষদে কিছু পরিবর্তন আনা হবে। এদিকে, নতুন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা ও অর্থছাড়–সংক্রান্ত বিষয়ে শনিবার বিকেলে অর্থমন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। এতে অংশ নেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এবং অর্থমন্ত্রণালয়ের দুই সচিব।

প্রস্তাবিত ব্যাংকের মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা- এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দেবে সরকার এবং ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার হিসেবে রূপান্তর করা হবে। মূলধন বিবেচনায় এটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি