ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স হ্যাটট্রিকে নায়ক নেইমার, অবনমন দুঃস্বপ্ন এড়ানোর স্বপ্নে সান্তোস ওমানকে ১৩–০ গোলে উড়িয়ে জুনিয়র বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশের ‘গাজায় অভিযান আরও শক্তিশালী হবে’—হামলার পর হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর ভারত থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি, বিএসএফ বলছে ‘স্বেচ্ছায় প্রত্যাবর্তন বাড়ছে’ ‘নির্বাচন ছাড়া বিকল্প নেই’- জাতীয় প্রেস ক্লাবে মান্না আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিএনপি, মোট তালিকা ২৭২ ঢাকায় আসছেন জুবাইদা রহমান, অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখে বললেন বোন উজমা—‘তিনি পুরোপুরি সুস্থ’

বাংলাদেশের প্রথম আন্ত: চেইন হোটেল ডি'মোর লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

#

বিজ্ঞপ্তি

২০ নভেম্বর, ২০২৫,  5:16 PM

news image

ডি'মো হোটেল এন্ড রিসোর্ট পর্যটন খাতে বিনোদন জগতে আবাসনে নতুন মাত্রা যুক্ত করতে বাজারে নিয়ে এলো "ডি'মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ড”। এ মেম্বারশিপ ক্রয়ের মাধ্যমে লয়্যালটি সাবের সদস্য হয়ে আপনি পাবেন হোটেলে ফ্রী থাকাসহ নানান সুযোগ সুবিধা।

মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই কার্ড ক্রয় করে মেম্বারশিপ গ্রহন করলে কক্সবাজারে হোটেল দ্যা কক্স টুডে সহ বিভিন্ন স্থানে ডি'মোরের আওতাধীন হোটেল সমূহ ব্যবহার করে পাবেন সর্বোচ্চ প্রায় তিন লক্ষাধিক টানার সুযোগ সুবিধা। ডি'মোর লয়্যালিটি ক্লাবের মেম্বারগন পাবেন কক্সবাজারের হোটেল দ্যা কক্স টুদে সাং বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পট গুলোতে বিদ্যমান ডি'মোর হোটেল এন্ড রিসেটি এর আওতাধীন (ডি'মোর ঢাকা হোটেল এন্ড রিসোর্ট, ডি'মোর কুয়াকাটা হোটেল এন্ড রিসেটি, ডি'মোর বান্দরবান হোটেল এন্ড রিনেটি, ডি'মোর সাজেক ভ্যালি হোটেল এন্ড রিসেটি, ডি'মোর চট্টগ্রাম হোটেল এন্ড রিসেটি এবং ডি'মোর শ্রীমঙ্গল হোটেল এন্ড রিসোর্ট) সবগুলো হোটেলে ফ্রী আবাসন সুবিদা সং নানা রকম সার্ভিসে বিশেষ ছাড়।

ডি'মোর লয়‍্যাপাট ক্লাবের উদ্বোধন এবং ক্লাসিক মেম্বারশিপ কার্ডের মোড়ক উন্মোচন করেন, ডি'মোর হোটেল এন্ড রিসেটি এবং হোটেল দ্যা কক্স টুডে এর ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং, জনাব মহিউদ্দিন খান খোকন। ডি'মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিপ কার্ড এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দেশের বিভিন্ন কর্পোরেটের সম্মানিত ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন ডি'মোর হোটেল এন্ড রিসোর্টের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভ্রমণ শিল্পের বিভিন্ন সেলিব্রিটি এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। সভায় সকলে আশা প্রকাশ করেন যে দেশের ভ্রমণ পিপাসু পর্যটকবৃন্দ ডি'মোর লয়্যালটি ক্লাবের ক্লাসিক মেম্বারশিণ কার্ড ক্রয়ের মাধ্যমে দেশের পর্যটন স্পটসমূহে ভ্রমণের সুযোগ আরো সহজ, নিরাপদ ও আনন্দদায়ক হবে। একই সাথে দেশের পর্যটন শিল্পের বিকাশে অনেক সহায়ক হবে।

শেষে এক আনন্দঘন পরিবেশে ডি'মোর লয়্যালটি ক্লাব ক্লাসিক মেম্বারশিপ কার্ড এর উদ্বোধন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি