ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স হ্যাটট্রিকে নায়ক নেইমার, অবনমন দুঃস্বপ্ন এড়ানোর স্বপ্নে সান্তোস ওমানকে ১৩–০ গোলে উড়িয়ে জুনিয়র বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশের ‘গাজায় অভিযান আরও শক্তিশালী হবে’—হামলার পর হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর ভারত থেকে দেশে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি, বিএসএফ বলছে ‘স্বেচ্ছায় প্রত্যাবর্তন বাড়ছে’ ‘নির্বাচন ছাড়া বিকল্প নেই’- জাতীয় প্রেস ক্লাবে মান্না আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিএনপি, মোট তালিকা ২৭২ ঢাকায় আসছেন জুবাইদা রহমান, অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখে বললেন বোন উজমা—‘তিনি পুরোপুরি সুস্থ’

নারী উদ্যোক্তাদের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি

#

বিজ্ঞপ্তি

১৯ অক্টোবর, ২০২৫,  10:40 PM

news image

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি চট্টগ্রাম অঞ্চলে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ে ‘সিএমএসএমই নারী উদ্যোক্তা আর্থিক সাক্ষরতা কর্মসূচি’ আয়োজন করেছে।

১৮ অক্টোবর (শুক্রবার) চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিসেস আবিদা মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই কর্মসূচিটি ব্যাংকের চলমান উদ্যোগের অংশ, যার উদ্দেশ্য সিএমএসএমই খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করা।

এ আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও আর্থিক জ্ঞান বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক মিসেস জেসমিন আক্তার; বাংলাদেশ ব্যাংক (চট্টগ্রাম অফিস) এর পরিচালক মো. আরিফুজ্জামান ও পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান; শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও এম. এম. সাইফুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনাল প্রধান রাশেদ সরওয়ার এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম এবং ব্যাংকের দশটি আঞ্চলিক শাখার ব্যবস্থাপক ও করপোরেট প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও সিএমএসএমই খাতে তাদের সক্রিয় ভূমিকা বৃদ্ধিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা নারী উদ্যোক্তাদের সফলতার জন্য আর্থিক স্বনির্ভরতা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন এবং ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণ করেন। এই উদ্যোগটি চট্টগ্রাম অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোক্তা উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি