আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২৫, 10:46 PM
দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ, নিহত অন্তত ১৩
ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার দিকে চাদনি চক মেট্রো স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের ভবন ও দোকানের কাঁচ ভেঙে গেছে, এবং ঘটনাস্থলে অন্তত ২২টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বিস্ফোরণের পরপরই লালকেল্লা মেট্রো গেটেও আগুন ধরে যায়।
দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অন্তত ১০টি অগ্নিনির্বাপণ যান ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা লেগে যায়।
দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “বিস্ফোরণটি লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে ঘটে। এটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো জঙ্গি সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত।”
এদিকে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং পুরো দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “একটা বিকট শব্দের পরই দেখি আগুন আর ধোঁয়ায় চারদিক ঢেকে গেছে।”
এর কয়েক ঘণ্টা আগে দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে ৩৬০ কিলোগ্রামের বেশি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে জম্মু ও কাশ্মীর পুলিশ, যা নিয়ে এখন নতুন করে তদন্ত শুরু হয়েছে।