আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৫, 12:08 AM
ট্রাম্পের সিদ্ধান্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সমান: মেদভেদেভ
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এখন সম্পূর্ণরূপে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিপক্ষ। ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের শামিল বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মেদভেদেভ বলেন, “যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের একটি কাজ। তাদের বাচাল ‘শান্তি প্রতিষ্ঠাতা’ এখন রাশিয়ার সাথে যুদ্ধের পথ পুরোপুরি তৈরি করেছে। ট্রাম্প এখন ‘পাগল ইউরোপের’ সাথে একত্র হয়ে কাজ করছেন।”
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। কিন্তু সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে তিনি পরিকল্পিত শীর্ষ সম্মেলন বাতিল করেন।
এছাড়া মার্কিন ট্রেজারি রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্রাম্প বুধবার রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বলে অভিহিত করেন।
এর আগে আগস্টে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, মেদভেদেভের উসকানিমূলক মন্তব্যের জবাবে তিনি দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার উপকূলের কাছে মোতায়েন করেছেন।
২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনা ২০২২ সালে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।