আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৫, 11:27 PM
জাতিসংঘে ট্রাম্পের গাজা প্রস্তাবে আজ ভোটাভুটি: কার্যকারিতা নিয়ে প্রশ্ন
নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনায় আজ ভোটাভুটি হতে যাচ্ছে। ভোটের আগেই প্রস্তাবটি ঘিরে তুমুল সমালোচনা দেখা দিয়েছে। প্রস্তাবে সরাসরি ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোষণা না থাকলেও ধাপে ধাপে রাষ্ট্র প্রতিষ্ঠার ‘রোডম্যাপ’ উল্লেখ করা হয়েছে।
তবে শুরু থেকেই ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্রের সম্পূর্ণ বিরোধিতা করছে এবং হামাস গাজা শাসনে বিদেশি কর্তৃপক্ষকে অস্বীকার করেছে। ফলে প্রস্তাব পাস হলেও সেটি কার্যকর হবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সিএনএন জানায়, হামাস ফিলিস্তিনি জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো শাসনব্যবস্থা বা নিরস্ত্রীকরণ মানতে রাজি নয়। অন্যদিকে ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণ ছাড়া কোনো পদক্ষেপেই সন্তুষ্ট নয়। এই অবস্থায় গাজায় শান্তি উদ্যোগে নতুন অচলাবস্থা তৈরি হয়েছে।
এ ছাড়া রাশিয়া ও চীন ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী কোনো বিদেশি কর্তৃপক্ষকে গাজায় নিয়ন্ত্রণ দিতে রাজি নয়। তারা ইতোমধ্যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে বিকল্প প্রস্তাব জমা দিয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রস্তাবে পর্যাপ্ত বিস্তারিত না থাকায় এটি কার্যকর করা কঠিন হবে। ট্রাম্প মূলত দুই বছরের জন্য একটি শান্তি বোর্ড গঠনের কথা বলেছেন, যারা আন্তর্জাতিক বাহিনী ও প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশের সহায়তায় গাজা পরিচালনা করবে।
এই প্রশাসন গাজার পুনর্গঠন এবং হামাসসহ নানা গোষ্ঠীর নিরস্ত্রীকরণে পদক্ষেপ নেবে।
ট্রাম্পের প্রস্তাবটি তাঁর আগের ২০ দফা শান্তি পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি হলেও কয়েকটি অংশ ইতোমধ্যে ইসরায়েল প্রত্যাখ্যান করেছে।